তোমার স্বপ্নভরা হাতের ভাঁজে
আমার রিক্ত দুটি হাত,
তোমার জোছনা ভরা রূপের ছোঁয়ায়
রঙিন হয়েছে রাত। তোমার আকাশ ভরা চোখের তারায়
আমার স্বপ্ন ছড়ায়,
তুমি আপন করে নিয়েছ আমার
অসীম প্রেমের মায়ায়। আমি অন্ধ ছিলাম সেদিন রাতে
আঁধর ছিল রাতি,
তুমি নিয়েছ টেনে ফাগুন বুকে
ফুলেল সয্যা পাতি। আমি ভাবতে...
No comments:
Post a Comment