Thursday, October 24, 2013

Top SMS 145

ফিরে কেন আসনা আবার আমার এ হৃদয়ে-
শিস্ দিয়ে চলে যাও একা নিরবে নিরবে,
দূরে তুমি দাঁড়িয়ে পাইনাকো তোমায়,
দেখা যায় ছায়া রয় ছোঁয়া যায়
না যে হায়।
সুখকে এঁকেছি দেখো নানা রঙে রাঙিয় জোছনারা মিশে যাওয়া উষ্ণ হাওয়ার
টানে,
প্রশ্ন করি শুধু কিছু যেন রয়ে যায়,
নিঃস্বীম নিলীমায় সবাই যেন বয়ে য!

No comments: