রাত জাগা অজস্র তারা, বানায় আলোর সেতু
নীরব রাতে, নীরবতা ভাঙ্গে উড়ন্ত ধূমকেতু
ছায়া পথ ধরে, আমি হেঁটে যাই
অসীম আমি, ঈশ্বরের মত, ববঘুরে স্বপ্নগুলো
রাতের অরণ্যে গুজ সবাই, উৎসবে মাতে একা আমি একলা রাতে, শত শতাব্দী ধরে
চুপচাপ নিসচুপ চারিদার, বসে আছি এই আমি
এক গ্লাস জোছনা আর এক গ্লাস অন্দকার হাতে
No comments:
Post a Comment