Wednesday, October 23, 2013

Top SMS 143

তুমি চাইলে মেঘ হবো ,,
এনে দেবো বৃষ্টি ।।
তুমি চাইলে পথ হবো ,,
কেড়ে নেবো দৃষ্টি ।।
তুমি চাইলে রাত হবো ,,
এনে দেবো আধাঁর ।। তুমি চাইলে আকাশ হবো ,,
হবো বিশাল পাহাড় ।।
তুমি চাইলে জ্যোত্স্না হবো,,
এনে দেবো আলো ।।
তুমি না চাইলেও জনম জনম,,
বাসবো তোমায় ভালো

No comments: