বন্ধু আমার চোখের দিকে তাকিয়ে যদি বলতে পারিস
তুই আমাকে ভালবাসিস না
যদি বলতে পারিস ভালবাসা শুধু আমার স্বপ্নে গাঁথা
আমি ভুলে যাব দুঃখটা ।।
আমার সুখের আকাশে কানা, ভুলগুলোকে
তখনই গেঁথে দিয়েছিস, লাল নীল স্বপ্নগুলোকে এই বুকে আমার ভালবাসায় খাত ছিলনা, মনেরও অভাব ছিলনা রে
আমার ভালবাসার বাতাসে তুই হেসে ছিলি যদি বুজতি রে
বন্ধু আমার চোখের দিকে তাকিয়ে যদি বলতে পারিস
তুই আমাকে ভালবাসিস না
যদি বলতে পারিস ভালবাসা শুধু আমার স্বপ্নে গাঁথা
আমি ভুলে জাব দুঃখটা
No comments:
Post a Comment